বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে যখন বন্যায় ভাসছে মানুষ। আর উত্তরে চলছে প্রতিদিন লুটপাট আর অগ্নিসংযোগ।
উত্তরবঙ্গের নানা জায়গায় ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে প্রায় প্রতিদিন এখনো চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুরে প্রতিদিনই ঘটতে থাকা এইসব সাম্প্রদায়িক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ "সংখ্যালঘু অধিকার আন্দোলন" এর ডাকে ২রা সেপ্টেম্বর পালিত হয়েছে "চলো ঠাকুরগাঁও" প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।
সংখ্যালঘুদের উপর হামলায়,
অন্তর্বর্তীকালীন সরকার নীরব কেন?
জবাব চাই! জবাব দাও!✊
- স্থানঃ অপরাজেয়-৭১, ঠাকুরগাঁও।
- তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২৪
- রোজঃ সোমবার
- সময়ঃ সকাল ১১ টা।
"সংখ্যালঘু অধিকার আন্দোলন'' এর একজনের সাথে কথা বলে জানা যায় যে, পঞ্চগড়,ঠাকুরগাঁও জেলায় সনাতনীদের বাড়িতে অগ্নি সংযোগ, মন্দিরে হামলা প্রতিদিন হচ্ছে। উত্তরের মানুষ সারারাত না ঘুমিয়ে পাহারা দিচ্ছে প্রতিটি মন্দির ও হিন্দু পাড়া। তাই সনাতনধর্মের মানুষজন তাদের অস্তিত্ব রক্ষায় ও এই উত্তরবঙ্গের মানুষ যে কতটা অসহায় হয়ে পড়েছে। তারই জানান দিতে তাদের এই কর্মসূচি।
আজকের বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও
0 মন্তব্যসমূহ