হিউম্যান ফার্স্ট মুভমেন্টের প্রতিবাদ সমাবেশ

হিউম্যান ফার্স্ট মুভমেন্টের প্রতিবাদ সমাবেশ

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ


ফরিদপুরে মিথ্যা অভিযোগে দুই সহোদর হত্যা, শরীয়তপুরে লালনের গান পোস্ট করায় আটক, ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে বিজ্ঞান শিক্ষক আটকসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে হিউম্যান ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


গত মঙ্গলবার বিকাল ৫টায় নগরীর চেরাগী চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহসভাপতি প্রতিমা দাশ। সাংবাদিক কামরুল হাসান বাদল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল মানুষের ধর্মমত পালন এবং সংস্কৃতিচর্চার অধিকার রয়েছে। অধ্যাপক বাবলা চৌধুরী বলেন, ধর্মের নামে মানুষ হত্যার মতো ভয়াবহ অপরাধ যারা করে তাদের কঠিন শাস্তির দাবি জানাই। লালন শাহ’র গান পোস্ট করায় ধর্ম অনুভূতিতে আঘাতের অভিযোগ রাষ্ট্রের জন্য দুঃখজনক। এছাড়াও বিজ্ঞান শিক্ষককে অন্যায়ভাবে আটক করা প্রশাসনের ব্যর্থতা। আমরা মুক্তমতের স্বাধীনতা চাই। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিনোদিনী বিন্দু, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ, সেলিমা আক্তার পিয়াল, শর্মিষ্ঠা চৌধুরী, উজ্জ্বল সরকার। উপস্থিতি ছিলেন কমল দাশ, শুভাশিস ভট্টাচার্য্য, পুষ্পিতা সেন, রুবেল দে, শান্তা শর্মা, রাহুল নাথ, হৈমন্তী আচার্য্য, ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।


সূত্র: দৈনিক আজাদী


-------


চট্টগ্রামের আরেকটি পত্রিকায় প্রতিবাদ সমাবেশের আরও কয়েকটি বক্তব্য প্রকাশ করা হয়েছে। তাদের খবরটি নিম্নরূপ:-


সাম্প্রদায়িক নিপীড়ন এর বিরুদ্ধে হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রাম এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


সাম্প্রদায়িক নিপীড়ন এর বিরুদ্ধে হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রাম এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
সাম্প্রদায়িক নিপীড়ন এর বিরুদ্ধে হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রাম এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


দৈনিক সবুজ চট্টগ্রাম


২০ বৈশাখ ১৪৩১ বাংলা, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী, শুক্রবার, মূল্য= ০৫ টাকা, বর্ষ-০১,



ফরিদপুরে মিথ্যা অভিযোগে দুই সহোদর হত্যা, শরীয়তপুরে লালনের গান পোস্ট করায় আটক, ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে বিজ্ঞান শিক্ষক আটকসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে হিউম্যাইন ফাস্ট মুভমেন্ট চট্টগ্রামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর চেরাগি চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠন এর সাধারণ সম্পাদক হামিদ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহ- সভাপতি প্রতিমা দাশ।


বরেণ্য সাংবাদিক ও লেখক কামরুল হাসান বাদল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল মানুষের ধর্মমত পালন এবং সংস্কৃতিচর্চার অধিকার রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পঁচাত্তর পরবর্তী সময়ে মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মকে কৌশল হিসেবে ব্যবহার করেছে এবং এই দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসলেও সেই একই গোষ্ঠী এখনো ধর্মকে ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এই শক্তিকে প্রতিরোধের জন্য মানুষে মানুষে ভালোবাসা, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। অধ্যাপক বাবলা চৌধুরী বলেন, ধর্মের নামে মানুষ হত্যার মতো ভয়াবহ অপরাধ যারা করে তাদের কঠিন শাস্তির দাবী জানাই, লালন শাহ'র গান পোস্ট করায় ধর্ম অনুভূতিতে আঘাতের অভিযোগ রাষ্ট্রের জন্য দুঃখজনক। এছাড়াও বিজ্ঞান শিক্ষককে অন্যায়ভাবে আটক করা প্রশাসন এর ব্যর্থতা। আমরা মুক্তমতের স্বাধীনতা চাই। কবি ও লেখক জয়দেব কর বলেন, উদার মানবিক এবং শান্তির দেশের জন্য বাংলাদেশের বাহাত্তর এর সংবিধানের মূল স্তম্ভ জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রের চর্চায় ফিরে যেতে হবে। যারা সংস্কৃতিচর্চা রুদ্ধ করতে চায় তাদের কথা বলার স্বাধীনতা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাই। রাষ্ট্র সকলের জন্য সমান এবং নাগরিকের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংগঠক সিঞ্চন ভৌমিক বলেন, আমরা এই দেশে নিরাপদ ভাবাটাই কঠিন হয়ে পড়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে কাল আপনিও অপদস্ত হবেন লাঞ্চিত হবেন কিংবা নির্যাতিত হবেন। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সভাপতির বক্তব্যে প্রতিমা দাশ বলেন, একটা গোষ্ঠী সুকৌশলে এদেশ থেকে মুক্তবুদ্ধি চর্চা, বিজ্ঞান চর্চা বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। বিশ্ব যেখানে জ্ঞান বিজ্ঞানে সবদিক দিয়ে এগিয়ে সেখানে আমাদের দেশে মুক্তচিন্তার মানুষদের নির্মূল করে আধিপত্য বিস্তার এর চেষ্টা করছে অন্যদিকে ধর্মের নামে একে অন্যকে হত্যা ও নিপীড়ন করছে। রাষ্ট্রের কাছে দাবী দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


এছাড়াও বক্তারা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাম্প্রতিক কালীন ঘটে যাওয়া দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক নির্যাতন, হামলা ও হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান। হিউম্যাইন ফার্স্ট মুভমেন্ট চট্টগ্রামের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বিনোদিনী বিন্দুর স্বাগত বক্তব্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিমা আক্তার পিয়াল, সংগঠন এর শিক্ষা সম্পাদক শর্মিষ্ঠা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিতি ছিলেন, আলোকচিত্রী ও সাংবাদিক কমল দাশ, সংস্কৃতিকর্মী শুভাশিস ভট্টাচাৰ্য্য, কবি পুষ্পিতা সেন, সংগঠক রুবেল দে, নাট্যকর্মী শান্তা শর্মা, সংগঠন এর সদস্য রাহুল নাথ, হৈমন্তী আচাৰ্য্য, ইমন প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ