২০২৪ মার্চ ৩১ ১৭:৩৪:০৯
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলায় একটি শ্মশানকালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতে বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র রঘুদেবপুর মোরা পোখর শ্মশানকালী মন্দিরে দূর্বৃত্তরা এই প্রতিমাটি ভাঙচুর করে।
রঘুদেবপুর মোরাপোখর শ্মশানকালী মন্দির কমিটির সভাপতি ও পূজারী কবিরাজ নোপেন্দ্র নাথ সরকার জানান, প্রতিবছরের ন্যায় ৩০ মার্চ শনিবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত আমার মা শ্মশানকালী মন্দিরে পূজার্চ্চনা করে বাড়ীতে সকলে আসি। আজ রবিবার (৩১ মার্চ) সকালে স্থানীয়রা আমাকে মোবাইল ফোনে সংবাদ দেয় যে, শ্মশানকালীর কালী প্রতিমাটি কে বা কারা ভেঙ্গে দিয়েছে।
তিনি জানান, এই শ্মশানের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আব্দুস সালাম পক্ষের সাথে বিরোধ ও বিজ্ঞ আদালতে মামলা চলে আসছে।
বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ ঘটনা নিশ্চিত করে জানান,
আমি এবং বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ, বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছি।তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
(এসএস/এসপি/মার্চ ৩১, ২০২৪)
সূত্র: উত্তরাধিকার ৭১ নিউজ
0 মন্তব্যসমূহ