ঢাকা শিক্ষা বোর্ডে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে (eSIF) 'শ্রী' শ্রীমতি' ব্যবহারে নিষেধাজ্ঞা

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে (eSIF) 'শ্রী' শ্রীমতি' ব্যবহারে নিষেধাজ্ঞা


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। চিঠির সূত্র নং ঢাশিবো/বি/৬৪/জেএসসি/এসএসসি রেজিঃ/১০৪৮ তারিখ ৩১/১০/২০২৩ এর বিষয় '২০২৩ সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন (eSIF) রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে' শীর্ষক চিঠিতে দেয়া নির্দেশাবলীর ১০ (গ) নং এ বলা হয়েছে 'শ্রী' 'শ্রীমতি' শব্দ ব্যবহার করা যাবে না। 

অথচ মুসলিমদের নামের আগের মো. বা মোছা. সম্পর্কে কোন নিষেধাজ্ঞা দেয়া হয় নাই। সরকারিভাবে হিন্দুদের নামের এই বিকৃতি সাধন চলছে বহুকাল থেকে। সাম্প্রদায়িক সমাজের কাছ থেকে আর কিই বা আশা করা যেতে পারে? হিন্দুবিদ্বেষী ষড়যন্ত্র ছাড়া তারা আর কীইবা জানে?

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর লেখা রচনা "সংখ্যালঘুদের নামে শিক্ষাবোর্ডের কাঁচি - কুশল বরণ চক্রবর্ত্তী" পড়ুন



রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিটি পড়ুন গুগল ড্রাইভের এই লিংক থেকে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ