বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদেরের হিন্দুবিদ্বেষ

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদেরের হিন্দুবিদ্বেষ


বাংলাদেশে বিএনপি সরকারবিরোধী আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনে বিএনপির সাথে বিভিন্ন বিদেশী দেশের সম্পর্ক রয়েছে দাবী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের মন্তব্য করলেন


তাদের ভগবান, অবতার, অনেক শক্তি আছে। অনেকে খবর নেয়। আমরা আক্রমণে ছিলামনা। করি নাই। এবার সতর্ক পাহারায় আছি। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। কোনো ছাড় দেওয়া হবে না।


লক্ষ্য করুণ তিনি ভগবান, অবতার শব্দ ব্যবহার করে হিন্দু ধর্মকে ছোট করতে চেয়েছেন। তিনি আল্লাহ, নবী, পীর, ফকির শব্দগুলো উচ্চারণ করেন নাই। অথচ ইসলামপন্থী দল হিসেবে বিএনপি'র প্রসঙ্গে আল্লাহ, নবী, পীর, ফকির শব্দগুলি ব্যবহার করাই উচিত ছিল। বিএনপি এদের কাছেই সাহায্য চাইবে বা চেয়ে থাকে। ওবায়দুল কাদের এসব শব্দকে তুচ্ছার্থে বা ব্যঙ্গ করে কোন কথা না বলে অযথা হিন্দুধর্ম সম্পর্কিত শব্দ ব্যবহার করে নিজের সাম্প্রদায়িক মনোভঙ্গির প্রকাশ ঘটালেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ