ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের হিন্দুবিদ্বেষী বক্তব্য

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের হিন্দুবিদ্বেষী বক্তব্য
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের হিন্দুবিদ্বেষী বক্তব্য


বাংলাদেশের ইসলামী ব্যক্তিত্ব, অধ্যাপক, গবেষক, লেখক, অনুবাদক, ইসলামিক টিভি, এনটিভি, পিস টিভি, এটিএন বাংলা, চ্যানেল নাইন ইত্যাদি টিভি চ্যানেলের আলোচক, আইটিভি ইউএস (মার্কি‌ন ইসলামি টেলিভিশন চ্যানেল)-এর উপদেষ্টা, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস ও ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক জনাব ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) হিন্দুবিদ্বেষ প্রচারে সবসময় সক্রিয় ছিলেন। তিনি সবসময় সনাতন ধর্ম, সনাতন দর্শন, হিন্দু সংস্কৃতি সম্পর্কে আজেবাজে ও উস্কানীমূলক কথা বলতেন। ২০২৩ সালের দুর্গাপূজা চলাকালীন সময়ে হিন্দুধর্ম সম্পর্কে তার একটি উস্কানীমূলক অভদ্র  উগ্র বক্তব্য অনলাইনে ব্যাপকভাবে প্রচার করা হয়। তিনি বলেছেন-


পূজা, যেখানে ভয়ঙ্করতম পাপ শিরক করা হচ্ছে, আমার আল্লাহ কে অপমান করা হচ্ছে। তুমি সেটা দেখতে গিয়েছো, দেখে আনন্দ পাচ্ছো, তোমার হৃদয়টা ফেটে যাচ্ছে না। তাহলে কি বুঝা গেলো? তোমার ভিতর ঈমানের যে দাবী করছো, তার কিছুই তোমার মধ্যে নেই। -ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)


মহান সনাতন ধর্ম সম্পর্কে এইরকম বিদ্বেষ প্রচার করাই তার জীবনের প্রধান কাজ ছিল। তিনি পবিত্র সনাতন সংস্কৃতি সম্পর্কে এইরকম আজেবাজে কথা বলে  ইন্দোনেশিয়া, সৌদী আরবসহ বাংলাদেশে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। হিন্দুবিদ্বেষী জ্ঞানচর্চা, বক্তব্য, বইপত্র লেখা, প্রকাশ ও প্রচার করেই তিনি জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন।


উল্লেখ্য যে, তিনি ২০১৬ সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বীভৎসভাবে আহত হয়ে মৃত্যুবরণ করেন।


সনাতন ধর্মে যেহেতু বিদ্বেষ চর্চার ইতিহাস নেই, বাড়িতে, সামাজিক বৈঠকে আমরা অন্য ধর্ম সম্পর্কে কোন আজেবাজে উস্কানীমূলক মন্তব্য করি না, তার শিক্ষা দেয়া হয় না, তাই হিন্দুবিদ্বেষী ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সম্পর্কে আমরা শুধু একথাই বলতে পারি-


হে ঈশ্বর তুমি এই ব্যক্তিকে ক্ষমা করিও। তার পাপ তুমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ