![]() |
ফাইল ছবি |
সমকাল প্রতিবেদক, প্রকাশ: ০৮ অক্টোবর ২৩ । ২১:০৩
সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার ডিএমপি সদরদপ্তরে সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে ডিএমপি সদরদপ্তরে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা-সংক্রান্ত এ সমন্বয় সভা হয়। ডিএমপি কমিশনার এ সভায় সভাপতিত্ব করেন। সভায় সনাতন ধর্মালম্বী নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পূজা উদযাপন পরিষদের নেতা ও টহল পুলিশের প্রয়োজনীয় মোবাইল নম্বর প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, যেন যে কোনো সময় যোগাযোগ করা যায়।
কোনো পূজামণ্ডপে সমস্যা আছে কিনা, সে বিষয়ে নিজেই খোঁজ রাখবেন বলে জানান ডিএমপি কমিশনার।
এ ছাড়া প্রতিটি মন্দিরে উন্নত সিসি ক্যামেরা স্থাপন, নির্ধারিত পোশাকে বা দৃশ্যমান আইডি কার্ডে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা, আজান ও নামাজের সময় বাদ্য বাজানো বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।
আগামী ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসব। ২০ অক্টোবর ষষ্ঠী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।
সূত্র: সমকাল
0 মন্তব্যসমূহ