মাটির মূর্তি পূজা করার পিছনের দর্শনবোধ

মাটির মূর্তি পূজা করার পিছনের দর্শনবোধ
 


বিধর্মীদের প্রশ্ন: তোমরা মাটির মূর্তি পূজা করো কেন? কিছুদিন পরপর নিউজে দেখি মূর্তি ভেঙ্গে দেওয়া হচ্ছে। মূর্তি নিজেই নিজেকে রক্ষা করতে পারেনা, তাহলে তোমাদেরকে কীভাবে রক্ষা করবে?


আমাদের উত্তর: সর্বব্যপী পরমাত্মার উপাসনা সাধারণ মানুষের পক্ষে কষ্টকর হয়। তাই মূর্তির মাধ্যমে শ্রদ্ধা-ভক্তি স্থির করে আমরা সেই পরমাত্মারই স্তুতি করি। আবার যে যে ভক্ত যে যে দেবতার স্বরূপকে শ্রদ্ধাসহকারে অর্চনা করতে ইচ্ছা করে, সেই সকল ভক্তের শ্রদ্ধাকে সেই দেবতার প্রতি ঈশ্বরই স্থির করে দেন (গীতা: ৭/২১)। সুতরাং এখানে মূর্তি মূখ্য নয়, আমাদের শ্রদ্ধাটাই গুরুত্বপূর্ণ।


যারা মূর্তি ভাঙ্গে তারা সুস্থ মানুষ নয়। কারণ তারা মনে করে অন্যের শ্রদ্ধাকে ভাঙ্গার বা অপমান করার মাধ্যমেই তাদের সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন। কিন্তু সনাতন দর্শন এই ভাঙ্গাভাঙ্গির শিক্ষা দেয় না। মূর্তি কখনোই নিজেকে রক্ষা করতে পারেনা- এটা আমরা জানি। কিন্তু তবুও মূর্তির মাধ্যমেই আমরা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করি। ঠিক যেমন কোন মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান জানে ভয়াবহ বন্যা বা ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ হলে মসজিদ, গির্জা কিংবা প্যাগোডা রক্ষা পাবেনা, কিন্তু তবুও তারা এগুলোতে গিয়ে উপাসনা করে। আমরা কিন্তু এই প্রশ্ন কখনোই করিনা যে মসজিদ, গির্জা কিংবা প্যাগোডা নিজেই নিজেকে রক্ষা করতে পারেনা, তবুও আপনারা কেন এগুলোতে গিয়ে উপাসনা করেন? আপনাদের আর আমাদের দর্শনের পার্থক্যটা এখানেই।


আলোচনা: শাস্ত্রপৃষ্ঠা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ