হিন্দু ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে মুসলিম যুবকের আক্রমণ

হিন্দু ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় পিতাকে মুসলিম যুবকের আক্রমণ

১১ মার্চ (২০২৩) শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রাম-ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায় এলাকায় নবম শ্রেণির এক হিন্দু স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারী রনি আহমেদ (২০) ও তার লোকজনের হামলায় আহত হয়েছেন হিন্দু শিক্ষার্থীর বাবা অকিল চন্দ্র সরকার (৪৬)।


এ ঘটনায় ওই হিন্দু শিক্ষার্থীর বাবা অকিল চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি ফজলুর রহমান।


আহতরা হলেন-

অকিল চন্দ্র সরকার (৪৬), মুকুল চন্দ্র সরকার (৩৯), সুভাশীষ চন্দ্র সরকার (২৫), সুনীল চন্দ্র সরকার (৫১) ও সতীর্থ কর্মকার (২৫)।

রনি আহমেদ (২০), হাছেন আলী (৪৮), শমসের আলী (৫২), হুমায়ুন আহমেদ (২৩) ও জনি আলম (২০)।


তারা বর্তমানে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


মামলা সুত্রে জানা গেছে-

হাছেন আলীর ছেলে রনি আহমেদ (২০) কয়েকমাস থেকে একই এলাকার নবম শ্রেনীর হিন্দু শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ফুল ও চিঠিপত্র দিতেন এবং বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে প্রায় সময় উত্ত্যক্ত করতেন।

গত ১১ মার্চ শনিবার বিকালে ওই স্কুল শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে তাকে জোরপূর্বক রাস্তার পাশে শ্লীলতাহানীর চেষ্টাসহ একটি বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বখাটে কলেজ ছাত্র রনি আহমেদ। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসলে রনি আহমেদের চেষ্টা ব্যর্থ হয়।

ওই হিন্দু শিক্ষার্থীর বাবা অকিল চন্দ্র সরকার ও ভাই শুভশীষ সরকার উত্ত্যক্তকারী রনি আহমেদের কাছে প্রতিবাদ করলে রনি আহমেদ ক্ষিপ্ত হয়ে যান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীর বাবা ও স্বজনদের সাথে উত্ত্যক্তকারী রনি আহমদে ও তার লোকজন হামলায় শিক্ষার্থীর বাবা গুরুতর আহত হন। এতে উভয় পক্ষের পাঁচ জন করে মোট ১০ জন আহত হয়েছেন।


৯৯৯ থেকে পুলিশ খরব দিলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় পক্ষের আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মেয়ের পক্ষের দুইজন ও ছেলের পক্ষের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাদের পরিবার।


শিক্ষার্থীর বাবা অকিল চন্দ্র সরকার বলেন-

রনি আহমেদ আমার মেয়েকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। তার উত্ত্যক্তের কারনে আমার মেয়ে অতিষ্ঠ হয়। “আমরা শুধু উত্ত্যক্তের প্রতিবাদ করেছিলাম। কিন্তু রনি আহমেদ ও তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।" আমি থানায় মামলা করেছি। পুলিশ এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিবেন। সেই সাথে তিনি ন্যায় বিচারের দাবী জানান।


তবে অভিযুক্ত উত্ত্যক্তকারী রনি আহমেদের দাবি তিনি ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেননি। মেয়েটি তার ছোট বোনের বান্ধবী। তাই প্রতিবেশি বোন হিসেবে ২১ ফেব্রুয়ারীর দিন তাকে ফুল উপহার দিয়েছিলেন। মেয়েটির পরিবারের লোকজন কোন কিছু যাছাইবাচাই না করেই আমার ওপর হামলা করে।


ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান বলেন-

এ ব্যাপারে শনিবার মেয়ের বাবা বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে নারী-শিশু আইন ও পেনালকোর্ড আইনে মামলা দায়ের করেছেন, মামলা নং -১৪। মামলার তদন্তকারী কর্মকর্তা পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের পাশাপাশি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



Source

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ