Published : Thursday, 3 June, 2021 at 7:18 PM, অবজারভার সংবাদদাতা
রাতের আঁধারে মাদারীপুর জেলার শিবচরের ভদ্রাসনে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় এজাহার দেয়া হয়েছে।
সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন সার্বজনীন হরিসভা মন্দিরে পূজা দিতে যায় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা। এ সময় তারা শ্রী কৃষ্ণ ও গৌর নিতাইয়ের প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়। দুবৃর্ত্তরা তালাবদ্ধ মন্দিরটির গৌর নিতাইয়ের হাত, শ্রী কৃষ্ণের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগস্ত করেছে। ঘটনাস্থল থেকে একটি বাঁশ জব্দ করেছে পুলিশ।
খবর পেয়ে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন, পরিদর্শক(তদন্ত) মো. আমির সেরনিয়াবাতসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দিরটির সাধারণ সম্পাদক অশোক চন্দ্র সাহা বলেন,
পূজারীরা সকালে পূজা দিতে গিয়ে প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখতে পায়। আমরা থানায় অভিযোগ দিয়েছি। এর আগে ৭ বছর আগেও মন্দিরটির প্রতিমাগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।
মাদারীপুর পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল খোঁজখবর নিয়ে এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন।
-এসএস/এনএন
সূত্র: ডেইলি অবজারভার
0 মন্তব্যসমূহ