ঋতু কর্মকার নিপা। ছবি-সংগৃহীত |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি, প্রকাশ: ২০ আগস্ট ২৩ । ১৪:৩২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম ঋতু কর্মকার নিপা (২৬)। তিনি বিষপান করেছিলেন বলে জানা যায়।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঋতু কর্মকার নিপা বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। মাস্টার্স শেষে ঢাকার রসুলবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
রোববার ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
ঋতুর সহপাঠী সেলিম রেজা জানান, ঢাবির ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঋতু। থাকতেন আজিমপুর এলাকায় একটি মেসে। শুক্রবার সকালে ঋতু ঢাকা মেডিকেল কলেজের মেয়েদের আবাসিক হলে তার এক বান্ধবীর কাছে যান। তবে সেই বান্ধবী, তখন হলে ছিলেন না। তখন ঋতুকে অসুস্থ অবস্থায় দেখতে পান সেখানকার শিক্ষার্থীরা। তার কাছ থেকে জানতে পারেন, বিষপান করেছেন তিনি। তারাই তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই রাতেই তার অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
শাহাবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন,
প্যারাকুয়েট জাতীয় অর্থাৎ ঘাসমারার বিষ পান করে তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
আত্মহত্যার বিষয়ে ঋতুর ছোট ভাই বিজয় কুমার কর্মকার জানান,
এ বিষয়ে কিছুই বলতে পারছি না। তবে মাস্টার্স শেষ করেও চাকরি ব্যবস্থা না হওয়ায়, মানসিক অবসাদের মধ্যে ছিল ঋতু ।
তবে ঋতু কর্মকারের আত্মহত্যায় তার গ্রামবাসী হতবাক এবং শোকাহত। তাদের সবার একই প্রশ্ন, এমন কি হয়েছিল যে তাকে আত্মহত্যার পথ বেঁছে নিতে হলো?
ঋতু কর্মকার নিপার বাল্যকালের সহপাঠী রুবেল আহম্মেদ বলেন,
তিনি একজন মেধাবী শিক্ষার্থীর ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবার জন্য কষ্টদায়ক।
সূত্র: সমকাল
0 মন্তব্যসমূহ