কোন্ দেশেতে মূর্তি ভাঙ্গা - শ্রীমতী স্মৃতিলেখা চক্রবর্তী
কোন্ দেশেতে মূর্তি ভাঙ্গা
সকল দেশের চাইতে প্রবল?
কোন দেশেতে পুজো এলেই
মারতে ওঠে কাস্তে শাবল?
জেহাদি সব সুযোগ খোঁজে
কাফের ভয়ে কাঁপে রে।
সে আমাদের বাংলাদেশ,
ছেড়ে আসা বাংলা রে।
কোথায় এমন গুজব রটে,
কাক উড়েছে, কানও গেছে?
মিথ্যে কথার প্রচার চলে,
হিন্দু যাতে কেউ না বাঁচে?
অপমানের নাটক করে,
ভুক্তভোগী সাজে রে।
সে আমাদের বাংলাদেশ,
ফেলে আসা বাংলা রে।
আর কি হবে সে দেশ দেখা,
আর কি হবে এদের বিচার।
চাই না কোন প্রতিশ্রুতি,
সে দেশ এখন আরবী খামার।
দখলদারের হাতেই এখন,
মোদের মরা-বাঁচা রে।
যে দেশ গেছে দখল হয়ে,
সেই তো মোদের বাংলা রে।
লেখনীতেঃ শ্রীমতী স্মৃতিলেখা চক্রবর্তী...।।
0 মন্তব্যসমূহ