খাগড়াছড়ির বিহারে ভিক্ষুকে কুপিয়ে হত্যা

বৌদ্ধ ভিক্ষু বিশুদ্ধা মহাথের বাংলাদেশের খাগড়াছড়িতে খুন
বৌদ্ধ ভিক্ষু বিশুদ্ধা মহাথের

খাগড়াছড়ি প্রতিনিধি | ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০


খাগড়াছড়ি সদর উপজেলায় বৌদ্ধ বিহারে ঢুকে বিশুদ্ধা মহাথের (৫২) নামে এক ভিক্ষুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার মধ্যরাতে উপজেলার গুগুড়াছড়ির ধর্মসুখ বিহারে এ ঘটনা ঘটে।


বিশুদ্ধা মহাথের ওই বিহারের অধ্যক্ষ ছিলেন। ১৯৯১ সাল থেকে প্রয়াত চন্দ্রমনি মহাস্থবিরের এ শিষ্য ধর্ম প্রচার এবং মানবসেবায় নিয়োজিত ছিলেন। তিনি জেলার বিভিন্ন বিহারে বর্ষাবাসও পালন করেছেন।


নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায় খাবার (ছোয়াইং) দিতে এসে গতকাল সোমবার ভোরে গ্রামের এক নারী বৌদ্ধ ভিক্ষু বিশুদ্ধাকে বিহারের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে জানানো হলে লাশ উদ্ধার করা হয়।


১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা বলেন, 

‘দুর্বৃত্তরা বিহারে ডাকাতি করতে এসে ভিক্ষুকে খুন করে থাকতে পারে। বিহারে তিনি একাই ছিলেন।’


নিহতের ছোট ভাই ক্যাউচিং মারমা জানান, বিশুদ্ধার কাছে তেমন নগদ টাকা ছিল না। দুটি মোবাইল ফোন খোয়া গেছে। তিনি উপাসকদের কাছ থেকে পাওয়া অর্থ গরিব-অসহায় শিক্ষার্থীদের জন্য ব্যয় করতেন।


খাগড়াছড়ি সদর থানার ওসি মুহাম্মদ রশীদ জানান, রবিবার মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে। দোষীদের খুঁজে আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


এদিকে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিশুদ্ধা হত্যার ঘটনায় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন।


সূত্র: দেশ রূপান্তর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ