মণ্ডপে কোরআন রাখার অভিযোগে ইকবাল গ্রেপ্তার

 তারিখ 22.10.2021

কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সৈকত এলাকা থেকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়৷ এরপর তাকে শুক্রবার কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে৷


ইকবালকে বৃহস্পতিবার রাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম (ক্রাইম অ্যান্ড অ্যাডমিন) ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন৷


পেশায় রঙমিস্ত্রি ৩৫ বছর বয়সি ইকবালের বাড়ি কুমিল্লা শহরে সুজানগরের খানকা মাজার এলাকার নূর মোহাম্মদ আলমের ছেলে৷ গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পূজামণ্ডপে  কোরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ানোর পর অন্তত আটটি মন্দিরে হামলা, ভাংচুর চালানো হয়৷ সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচজন৷ পরের নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় এবং নোয়াখালীতে দুজন নিহত হয়৷

Bangladesch Polizei verhaftet Iqbal Hossain
দুর্গাপূজা মন্ডপে কোরান রেখেছে ইকবাল হোসেন

 

নানুয়া দীঘির পাড়ের দুটি সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে কুমিল্লার পুলিশ বুধবার ইকবাল নামের যুবককে শনাক্তের কথা জানায়৷একটি সিসি ক্যামেরার ভিডিওতে বই জাতীয় কিছু হাতে নিয়ে এক যুবককে রাত ২টার পর স্থানীয় দারোগাবাড়ি শাহ আব্দুল্লাহ গাজীপুরী (রহ.) এর মাজার থেকে বেরিয়ে পূজা মণ্ডপের দিকে যেতে দেখা যায়৷


৩টা ১২ মিনিটের দিকে আরেক ভিডিওতে আবার তাকে পূজামণ্ডপের দিক থেকে ফিরে আসতে দেখা যায়, তখন তার হাতে ছিল একটি ‘গদা'৷


পুলিশ কর্মকর্তারা ইকবালকে গ্রেপ্তারের মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর পাওয়ার আশা করলেও তা নিয়ে সংশয়ে আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত৷


নূরের দলের তিন নেতা গ্রেপ্তার


চট্টগ্রামের জেএম সেন হল পূজা মণ্ডপে হামলার ঘটনায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন যুব অধিকার পরিষদের তিন নেতাসহ দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাতকনিয়া ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷


এ বিষয়ে যুব অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূরের বক্তব্য জানা যায়নি৷


এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)


সূত্র: ডয়েচেভেলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ